জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি
Ad Code Here
সরকারি বিধি মোতাবেক ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসায় নবসৃষ্ট পদে একজন করে সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার ও নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়া হবে।
নিরাপত্তা কর্মীর শিক্ষাগত যোগ্যতা জেএসসি/সমমান। সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার পদে শিক্ষাগত যোগ্যতা ফাযিল অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবী বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রী ও গ্রন্থাগারিক বিজ্ঞানে ডিপ্লোমা পাস।
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নামে ৫০০ টাকার অফেরতযোগ্য পে অর্ডার, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ দিনের মধ্যে সুপার বরাবর আবেদন করতে হবে।
যোগাযোগ : সুপার, জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসা, মাথিউরা পশ্চিমপার, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৯৭৩৯১৪৫ (সুপার)
সূত্র - ২৩ ডিসেম্বর, নয়াদিগন্ত।
Genrerating Link.... 15 seconds.
Your Link is Ready.

0 Response to "জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি"
Post a Comment