মেধার ভিত্তিতেই মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

Ad Code Here


প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী মেডিকেল টেকনোলজিস্টদেরকে সরকারি চাকরিতে নিয়োগের দাবি জানিয়েছেন বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।

বুধবার (২২ডিসেম্বর) সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম ও মহাসচিব সিরাজুল ইসলাম এক বিবৃতিতে এ দাবি করেন।

তারা বলেন, করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবায় প্রধানমন্ত্রী কর্তৃক সৃষ্ট মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং মৌখিক পরীক্ষার প্রস্তুতি চলছে। এমতাবস্থায় এই নিয়োগ প্রক্রিয়াকে অসৎ উদ্দেশ্যে বিতর্কিত করে তা বাতিলের দাবি অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক।

তারা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের ক্ষেত্রে কথিত স্বেচ্ছাসেবকদেরকে নিয়োগের কোনো বিধান নেই। সরাসরি নিয়োগের দাবিতে কথিত স্বেচ্ছাসেবকরা কখন, কোন হাসপাতালে, কোন প্রক্রিয়ায়, কোন তারিখে যোগদান করেছেন তা সারা বাংলাদেশের কোনো মেডিকেল টেকনোলজিস্ট জানে না।

বিবৃতিতে তারা বলেন, তাছাড়া গত জুন মাসে অস্বচ্ছ প্রক্রিয়ায় স্বেচ্ছাসেবকদের নামে কিছু সংখ্যক মেডিকেল টেকনোলজিস্টদেরকে সরাসরি নিয়োগ প্রদান করা হলে তখন ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বহুল বিতর্কের সৃষ্টি হয়। ওই নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রমাণসহ প্রকাশিত ও প্রচারিত হয়েছে।

তারা আরও বলেন, সে সময় দুর্নীতিবাজ কুচক্রি মহলের দুর্নীতি অডিওসহ প্রকাশ হওয়ার পরেও সেই মহল প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে বিতর্কিত করার লক্ষ্যে আগের মতো আবারও নিয়োগ বাণিজ্যের জন্য কথিত স্বেচ্ছাসেবীদেরকে নিয়োগ পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের দাবিতে উঠেপড়ে লেগেছে।

অসাধু চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে সদ্য অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করে মেধারভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে মেধাবীদেরকে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত করার আহ্বানও জানান তারা।

0 Response to "মেধার ভিত্তিতেই মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads