নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতিপত্র
Ad Code Here
সিটিজেন চার্টার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,
কুমিল্লা কর্তৃক স্বীকৃত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের
অনুমতি পত্রের অনুলিপি নিম্নে পেশ করছি।
রেগুলেটরি বডি হিসেবে বোর্ডগুলো
মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ করে
থাকে । কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লার আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব
পালনে সযত্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে।
নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি পত্রের প্রাপ্তিস্থান ও এ সংক্রান্ত যাবতীয় তথ্যের প্রাপ্তিস্থান :
www.comillaboard.gov.bd এবং বোর্ডের তথ্য অনুসন্ধান কেন্দ্র।
সিটিজেন চার্টার কুমিল্লা সম্পর্কিত সেবার নামঃ নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি।
সেবা প্রদানে সর্বোচ্চ সময়ঃ ৪ (চার) মাস।
প্রয়োজনীয় কাগজপত্রঃ বোর্ড রেজুলেশান/প্রবিধানমালা/সরকারি নীতিমালার আলোকে-
১) বিদ্যালয়ের নামে শর্তমুক্ত জমির দলিল, খারিজ, অখন্ড সনদ ও নাম খারিজ পর্চা।
২) হালসন নাগাদ খাজনা পরিশোধের রশিদ।
৩) শিক্ষক-কর্মচারীর নামের তালিকা, নিবন্ধনকৃত/ইনডেক্সধারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ও সনদপত্র।
৪) এলাকার জনসংখ্যা সনদপত্র।
৫) পার্শ্ববর্তী ৪ (চার) টি বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক ছাত্র-ছাত্রীর তালিকা ও অনাপত্তিপত্র (স্ব স্ব বিদ্যালয় প্যাডে)।
৬) পার্শ্ববর্তী ৪ (চার) টি বিদ্যালয়ের দূরত্ব সনদ।
৭) শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা ও লাইব্রেরীতে ১,০০০ বইয়ের তালিকা।
৮) সংরক্ষিত তহবিলে নিম্নমাধ্যমিক পর্যায়ে ৩০,০০০/- টাকা এবং মাধ্যমিকে
৫০,০০০/- টাকা ও সাধারণ তহবিলে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে ৩০,০০০/- টাকা
জমার সনদ।
৯) নির্বাহী কমিটি কমিটির রেজুলেশনের কপি।
১০) জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক বিদ্যালয় প্রতিষ্ঠা সম্পর্কে অনাপত্তিপত্র।
১১) ফি বাবদ ৭,০০০/- (সাতহাজার) টাকা জমাদানের রশিদ।
১২) ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
১৩) প্রবিধানমালার আলোকে ব্যক্তি নামে বিদ্যালয়ের নামকরণ বাবদ নিম্ন
মাধ্যমিকের জন্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা এবং মাধ্যমিকের জন্য
১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা বিদ্যালয় তহবিলে দেয়ার ব্যাংক সনদ।
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থানঃ
www.comillaboard.gov.bd এবং বোর্ডের তথ্য অনুসন্ধান কেন্দ্র।
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি যদি থাকে :
৭,০০০/-
(সাতহাজার) টাকা মাত্র। অনলাইনে সোনালী সেবার মাধ্যমে অথবা সোনালী ব্যাংক
থেকে সচিব শিক্ষাবোর্ড, কুমিল্লা বরাবর পে-অর্ডার/ডিডি সংগ্রহপূর্বক
বোর্ডের হিসাব শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ই-মেইলঃ
বিদ্যালয় শাখা
বিদ্যালয় পরিদর্শক
কক্ষ নং- ১০৫
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৭০০
e-mail : azharulislamliton1980@gmail.com
ঊর্ধ্বতন কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল :
চেয়ারম্যান
কক্ষ নং- ৩০১
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৩২৮
e-mail : comillaboard@gmail.com

0 Response to "নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতিপত্র"
Post a Comment